0
discreet-raccoon
10/27/2024
"📓 তোমায় পাবো বলে 📓 আকাশের দিকে তাকিয়ে তোর কোথায় মনে পড়ে। কেননা তোকে নিয়ে বেশী ভাবী তাই, ভালোবাসি তোর রেখে যাওয়া স্মৃতি গুলো,কেননা সেই স্মৃতি গুলো আজ আমাকে বড্ডো কষ্ট দেয়। তোকে ভালোবেসে আমি ক্লান্ত না বরং পরিস্থিতি আজ বড্ডো অসহায়।হাজারো চেষ্টায় বাধা ছিল আমাদের ভালোবাসা,শুধু পারিবারিক ভুল সিদ্ধান্তের কারণে..."